Archive for July, 2014

বাড়ী ফেরা হলো না তারনৌ/সড়ক পথ.

ফিলিস্হিনী শিশুর আর্তনাত!!!.

“এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাজা”ধুমপান.

প্রজম্মের ঋণ শোধ০৩.

প্রজম্মের ঋণ শোধ ০২.

প্রজম্মের ঋণ শোধ ০১.

InstCamera20140518114836
এলো মেলো জীবন আমার
গভীর রাত জাগা দু’নয়নে ভাসে
ভোরের শিশিঁরে ন্যায় উজ্জ্বল স্বপ্নগুলো
দিনের আলোর রস্মিতে হয় ভস্মিভূত।

জম্মিনি আমি মূখে সোনার চামচ নিয়ে
যেন পিতৃ গৃহে না চাইতেই হবে স্বপ্নপূরণ
মাটির ভক্ষনে আগাছার ন্যায় বেড়ে উঠা
এ জীবন শুণ্যতায় মরুভূমি।

এলো মেলো জীবন আমার
পরিবারে সদস্য সংখ্যায় আমিই প্রথম
বাঙ্গালী সমাজ সংসারে খেটে খেটে যার মরন
সবই দিলাম উজার করে তবুও যেন আমিই অপরাধী।

মা বলো ভাই বলো
বন্ধু বলো সহধর্মীনি বলো
কেউ নেই আমার অসহায়ত্ত্বের পাশে
বিধাতাও যেন বিমূখ হন বিপদে নেই কেউ সাথে।

এলো মেলো জীবন আমার
যখন কাটেনি শৈশব-কৈশরের অনুভূতি
তখনও আমি কর্মের দুয়ারে কড়া নাড়ি
শিক্ষার আলোও পড়েনি অতো সহজে।

সংগ্রামী শিক্ষায় অর্জন
কেবল কিছু কাগজের টুকরোর সনদ
যা এ সমাজের কর্মে অভিজ্ঞ শিকলে অকেজু
অর্থ-মামার জোরে কর্মের বাজারে আমি বড় অসহায়।

এলো মেলো জীবন আমার
জীবনের সাথী খুজব কখন বয়সতো গেলো গেলো
গড় আয়ুর অর্ধেক তো ঘুমিয়েই গেলো বিফলে
জাগ্রত সময় গুলো দিশে হারা পথ হারা অস্হির জীবন।

এ ভাবে জীবন আমার চাই না
জীবনের ছন্দ খুজেঁ কোথাও পাই না
যাক না বয়ে জীবনের বাকীটা সময়
বলব না, খুজঁব না আর কাউকে
একটু সহানুভূতিতায় জীবনের হালটি ধরতে।

ঘূণে ধরা সমাজের ফুলীরা ১০.

মনির হোসেন মমি’র সিরিজ…

”নিউজ লেটার” জুন-২০১৪ সংখ্যা অনলাইনেঃ লেখা চাই পরবর্তী সংখ্যায়.

পথ হারা পথিক

পথ হারা পথিক আমি
সোজা পথে চলি না
বাকা পথ অনেক সহজ
জীবনকে উপভোগ করিনা।
পথ হারা পথিক আমি
জীবনের ইতি খুজেঁ ফিরি
পথে পথে ঘুড়ি আমি, কোথায়
পথের শেষ আজও চিনি না।
পথ হারা পথিক আমি
সংসার জাত কি ভাবি না
পথের মাটিতে বানাই ঘর
এই পথ যে আমার আসল ঠিকানা।
পথ হারা পথিক আমি
প্রেয়সীর নয়নে রাখিনি প্রেম
প্রেম ঝড়ে পড়বে বলে
পথকে বেছে নিয়েছি বিরহ আসবে বলে।
পথ হারা পথিক আমি
আপন পর চিনি না
মনের ভিতরে আপন পরের
বসত করে আসল ঠিকানা।